আজ অনেক কাল পরে
তোমায় দেখব বলে
দাড়িয়ে থাকি রাস্তার মোড়ে
তোমার অপেক্ষাতে ।
তুমি দেখো না আমার পানে
কি জানি কী অভিমানে ?
শুধুই সময় ক্ষয়
মনের ঘরে অপচয় ।
চায় তোমার পরিচয়
আর তুমি নিবাক কন্ঠে
দাড়িয়ে রয়েছ আঙিনায়
ব্যস্ত কোনো অজানা নেশায়
জানো না তুমি নিজেই
সেটা সঠিক কিনা।
প্রত্যুত্তরে অবহেলিত হতে
হয় আমাকে
আর, অনায়াসে তুমি
লুকিয়ে রাখো নিজেকে।।