তবুও তার সাথে
হয় নি দেখা একলা রাতে
হয়নি কথা
মধুর নিশিথে।
দুনয়ন যার অপেক্ষায়
ক্লান্ত চোখে রাত কাটায়
ভোরের নিদ্রাইত চোখে
তাহার ছবি ভেসে যায়।
পূর্ণিমার জোৎস্নাইত রূপ
লাগে বড় অপরূপ
আমার ভালবাসার জগতে
নিমল কল্পালোকে
তাহার প্রেম বৃক্ষ
হয়েছে এমনে অঙ্কুরিত।


তবুও তার সাথে হয়নি চলা
আঁকাবাঁকা নদীর বাঁকে দাড়িয়ে একলা
তবুও কোনো কথা হয়নি বলা
বৃথা প্রতীক্ষায় যায় যে বেলা।
তাহার উন্মত্ত প্রতিচ্ছবি
স্বপ্নালোকে রঙে আঁকি
এমনে তাহাকে সবক্ষনই ডাকি
তাইতো তাহার পথ পানে চেয়ে থাকি।