দেখেছিলাম তোমাকে ব্যস্ত  কোলাহলে
       চাইছিল মন তোমাকে নিয়ে আড়ালে
  জিজ্ঞেস  করি কি তোমার পরিচয়
         চেয়ে দেখি সম্মুখে  তুমি নায়।
               তোমাকে খুঁজেছি অনেক বার।
   আমার জীবনে অনেককে দেখেছি ,
  কিন্তু তোমার মত অপরূপ কাউকে দেখিনি।
        তোমার প্রিয় জনেদের সাথে
                   তোমায় লাগছিলো বেশ,
          খুব সুন্দর ছিল লাল ঝলমলে ড্রেস।
      আমার বেপরোয়া মনটাকে
                       করে তুলে ছিলে ব্যস্ত,
      আমি খুঁজেছিলাম পাগলের মত
                              তোমাকে সর্বত্র।
      তবু দেখা মেলেনি তোমার,
           জানি না কি হবে এর পরিণাম।
      তুমি যেন এক এক স্বপ্ন,
     অগভীর  রাতের আবছা আলোয়।
                তুমি যেন এক শিহরন,
      মৃদুমন্দ বাতাস কে কর সাইক্লোন।
              আমার মনটাকে করেছো গ্রাস,
    তোমার রূপের একটু ঝলক দিয়ে।
                    করেছো তুরুপের তাস,
    অপরূপ মেল্ বন্ধন জুড়ে।
         আমার বিশ্বাস তোমার দেখা
    আবার পাব এ জীবনে,
                   তুমি সেদিন হবে সখা
              আমার আহ্বানে।
     তবু সংশয়  বাস্তব নিয়ে
                  কাল কি হয় কে জানে।
     রঙিন স্বপ্ন অরঙিন  হয়
                         মনের অভিমানে।
     তুমি সত্যিই বিস্ময় আমার
                  খুলেছো প্রেমের দোয়ার
     জাগিয়েছ প্রেমের অনুভূতি
            অনন্য করেছ পৃথিবীটা আমার।