বলেছিলে আমাকে
         মিলব আবার এখানে,
     অনেক অপেক্ষার পরে
            যখন এলাম
         হাজার বাধা পেরিয়ে ।
     দেখি তুমি আসনি
            ভাবিলাম মনে
             হয়ত আসবে তুমি
         রইলাম আমি চেয়ে ।
     কিন্তু সময় যায় কেটে।
         জানিনা মাঝের এ সময়ে
     কি হয়েছে তোমার মনে,
            ভুলে গেলে আমাকে
      ভুলে গেলে এত সহজে
    কিন্তু তুমি কথা দিয়েছিলে
             মিলবে আবার এখানে।
     আজ যখন আমি এসেছি
             তোমার দেখা নাই।
    দর্পণে যে ছবি দেখেছি  তোমার
          তা ছিল খুব সহজ সরল
                অষ্টাদশ  এর শোভায়,
    রঙিন আশায় তোমার স্বপ্ন
         বাঁধন হীন মুক্ত পাখির ন্যায়
                অনায়াসে সর্বত্র গমন,
     পুস্ফটিত পুষ্পের শোভায়
              পরিণত তোমার অঙ্গন।
    প্রকৃতির অশেষ সম্পর্কের
           তুমি যেন বাস্তব
     তোমার মনের আভাসে
          আমার মন খাপছাড়া
     তোমার ভাবনার আয়নায়
          আমি হয়ত ছন্নছাড়া।
     কিন্তু, একদিন হঠাৎ  করে
         কাছে এসে বাসিলে ভাল আমার
     সেটা যেন বিনা মেঘে বজ্রপাতের মত
            দুজনে ভালবাসায় হলাম উন্মত্ত
      দুই প্রাণ ক্রমে উন্নীত হল
                     একটি প্রাণে,
      দুটি কণ্ঠ সুর  মেলালো
                যেন একই গানে।
      সহজ সরল সে দিনগুলি
            ছিল কতই না রোমাঞ্চকর,
      তুমি থাকিবে  আমার
          এটাই করে ছিলে অঙ্গীকার।
      মিলিতাম প্রতিদিন এখানে
            কত না কথা কাটাকাটি
               আর ভালবাসা বাসি,
       আর তোমার আভাস পেয়ে
                     হতাম কতনা খুশি।
        তখন মনের আবেগে
              সহসা চির আনমনে
           চেহে থাকিতাম তোমার প্রতীক্ষায়।
      তুমি বলেছিলে কত না কথা
             দিয়েছিলে হাজার প্রতিশ্রুতি,
       চলিবে চিরদিন আমার সাথে
            নিয়ে ভালবাসার জ্যোতি।
       রবির আলোতেও থাকিবে সে জ্যোতি
                  চির জ্বলন্ত।
       এমন করে কাটিত সে দিনগুলি
                  তুমি চলে গেলে কোথায়,
           যাওয়ার দিন বলে গেলে _


     "ভেবোনা না তুমি মিলিব আবার,
             মিলিব আবার এখানে
       থাকুক না হাজার সমস্যা,
              কি প্রতিবন্ধকতা
     আমি চলে গেলেও আমার মন
           থাকিবে পরে এখানে
                  থাকিবে তোমার প্রাণে "


       সময় সদা গতিতে চলে
          মানুষের মনটাকে মাতিয়ে
      সময়ের অসাড়তায় ভুলে গেছো
                  হয়ত আমাকে।
       কিন্তু, আমি হাজার ভাবনাতেও
                 ভেবেছি শুধু তোমায়,
       মনের হাজার গলির মধ্যেও
                   চলেছি শুধু সোজায়।
      তোমার স্মৃতি পরম আদরে
                    রেখেছি এ হৃদয়ে,
      আর তুমি অনায়াসে
                  গেলে তা মাড়িয়ে।
      সহজ সরল ভাষায় বলা
             অনেক কথা আজ,
      মনে পরে বাড়ে বাড়ে
            মনের তীব্র বেদনায়।
      দুনয়নে অঝোরে জল ঝরে
           তবুও এলে না তুমি,
      দিলে না তোমার পরিচয়।
            শুধু মনে করিয়ে দিলে
      তুমি মরুভূমির মরীচিকা
           এক তৃষ্ণার্ত পথিকের
                   প্রাণ নিলে কেড়ে।