আর কিছুই ভাল লাগেনা ছাই
কি রোমান্টিক প্রেম
কি আড্ডা মারামারি।
মনে হয় হারিয়ে যায়
এই ছোট্ট গলি ছেড়ে
ঐ দূরের নদী পেরিয়ে
সীমাহীন কোনো প্রান্তরে।
যেথায় নিস্তব্ধ নিরালায়
ধৈর্যের বাঁধ ভাঙা প্লাবন
বয়বে না খুব বেশি দূর,
একটু হাত বাড়ালেই
পাওয়া যায় নানা রঙের স্বপ্ন।
নানা রঙের আশা
তবে তাতে কল্পনা নয়,
থাকবে গত বাস্তব অভিজ্ঞতা,
থাকবে সাহসের নেশা
আর মনের অস্পষ্ট অন্ধকারে
সেগুলিকে সহজেই হারিয়ে দেওয়া।