সোজা রাস্তা ধরে
এগোয় যত,
অবহেলিত করে
হৃদয়কে করে ক্ষত।


সৌন্দর্যে মুগ্ধ হয়ে
হতে চায় মগ্ন ,
হাজার পোশাক পরে
সমাজটা আজ নগ্ন।


বিশৃঙ্খলার ব্যাবহারে
অশান্ত পরিবেশ,
অনাহারের হাহাকারে
হয়েছে অশেষ।


অশ্রাব্য গালাগালি
সভ্যের গলায় আজ ,
রাম রাম জপ
ভুতেরা করে রেওয়াজ।


অসভ্যরা করে সম্মান
সভ্যের বাড়াবাড়ি ,
বিত্তের মই চড়ে ধনীরা
দীন দুঃখীর নেই কানাকড়ি।


রাজা গিয়েছে, রয়েছে
তবু রাজনীতি ,
গণতন্ত্রের রাস্তাধরে
তবু দোষী জাতপাতি।