ধুর ছাই,
ভালো লাগে না
সমাজের পথে চলতে।
ভালো লাগে না
কাউকে কিছু বলতে।
করতে চাই না
কোনো কিছুর ভ্রূক্ষেপ,
মন হয় আনমনা
হয় মাঝে মাঝে আক্ষেপ।
কারোর জন্য,
বলি যদি কিছু
করে সে অগ্রাহ্য
আমাকে করে নিচু।
ক্লান্ত আমি
যদি চাই সাহায্য,
চাই না কেউ এদিকে
ভাষণে সোহার্য
দয়ালু বলবে অনেকেই নিজেকে,
স্বার্থের জেরে
মানুষ কিনা করে সমাজে।
হয়েছে ঢের
তাইতো সমাজকে করি পিছে,
নিজের মতো করে
পারবো না কোনো দিন
সমাজ কে গড়তে।
সমাজের মতো হয়ে
তাইতো পারি না
নিজের পথে চলতে।