স্বপ্ন রঙিন আশায় ভরা জীবন
    একেবারে অমূল্য নয়
নয় কোনো  ফ্যালনা
   সমুদ্রের নোনাজলও নয়
     অগাধ থেকেও যা
তৃষ্ণা মেটাতে অক্ষম।
জীবনের প্রতিটি মুর্হত কাটে
     রং বেরঙের স্বপ্নের ঘরে
আর তাতেই মেতে ওঠে মন
    হারিয়ে যায় কালের ঘোরে ।
সফল আরো তৃষ্ণা বাড়ায়
      অসফল যায় মরন খুঁজে
মনের তীব্র ব্যাথা নিয়ে
   আকাঙ্খার তরী ডুবিয়ে যায়
            নয়ন জলের ডোবায় ।
ব্যর্থ ইশাকারে
   অদ্ভুদ আচরণে
       পায় তার পরিচয়,
  মরণের পরপারে
    অচিরাচরিত পদ্ধতিতে
    ঝলসে যাওয়া চিহ্নিত
     বিহীন এক নিথর দেহের
            ছিল যে আপন
                 ছিল যে স্নেহের।