ঘুম ভাঙ্গে তোমার স্বপ্নের ডাকে,
    তোমাকে নিয়ে ভাবনা হাজার এ মনে
                তুমি এক ও অনন্য।
    প্রথম দেখার সেই অনুভূতি
             এখনও সেই তেমনি,
     সময়ের প্রতিটি ছন্দে জড়িয়েছো তুমি
         তোমার ভাবনায় অবলম্বন আমার
                         সামনে এগিয়ে চলার।
     কুঁড়ি হতে ফুলের দিকে
             চেয়ে থাকি বহু প্রতীক্ষায়,
      দেখি কখন অগোচরে
                     বৃন্ত হতে ঝরে যায়।
     প্রকৃতির  সৌন্দর্যেও
              সে ক্ষণস্থায়ী,
                 অবদান যে রেখে যায়।
    কৈশোর অঙ্গন তোমার
                    যৌবনে পা বাড়ায়,
     চেয়ে থাকি সেই ক্ষণটাই।
             যখন বুঝিবে মনটা কি চায় ।
     আবেগ ও বাস্তব দুই তরী
                    একই পথে ধায়,
     প্রতীক্ষার অবসানের ফল
               ফুটিবে প্রেম বৃক্ষ হয়ে
                          না হয়ে নিষ্ফল ।।



১৪/০১/২০১৩
ঘোড়াঘাটা