আমি চেষ্টা করেছি,
অনেক বার তোমাকে জানতে
তুমি কি কোনো বহুরূপী
না সাধারণ কোনো মেয়ে।


আমি ভেবেছি,
বহুবার তোমাকে কিছু বলতে,
তুমি কি কোনো বহুভাষী,
না নির্বাক কোনো মেয়ে।


আমি দেখেছি,
তোমাকে অনেক কাছ থেকে,
তুমি কি কারো সহযাত্রী,
না সঙ্গহীন কোনো মেয়ে।


আমি শুনেছি,
না বলা ভাষা তোমার নিস্বাসে,
তুমি কি খুব দুঃখী
না উৎফুল্লিত কোনো মেয়ে।


আমি চেয়েছি,
মনে প্রাণে শুধু তোমাকে,
তুমি কি হবে আমার চিরসঙ্গী,
না চলে যাবে তোমার পথ দিয়ে।