বাঘ ছোটে রাস্তায়
            মানুষ ছোটে  বনে
মাছ পেলে সস্তায়
         হরিণ খায়  খুশি মনে।
দিনের আকাশে চাঁদ ওঠে
            রাতের আকাশে সূর্য
হরিণ বাঘে খেলা করে মাঠে
     বাঘ হয়েছে নিরামিষ ভোজ্য।
কুমির ওড়ে  হাওয়ায়
        ফড়িং জলে খেলা করে
সিংহ  বাসা বেঁধেছে ডোবায়
   গর্জন ভুলেছে পিঁপড়ের  ডরে।
গাছ গুলি সব হেলে দুলে
         করছে মহা আনন্দে নৃত্য
হাতিরা দেখ ঐ চলে
আজকাল হয়েছে তারা মশার ভৃত্য।
রাজ্ অসুরে কারে মারে
          যান কি কেউ তার খবর
সাপের সংসারে হিংসার তরে
                 খুলে বসেছে দপ্তর।