দূর হতে অনেক কিছু লাগে ভালো,
ভালোবাসাও যদি,
উপভোগ করা যেত দূর থেকে,
তাহলে বেশ হতো।
অন্তত তোমার সম্মুখীন হতে হতো না ,
তুমি দূরে থেকেও স্পষ্ট,
যেন দর্পনের রঙিন ছবি,
যাকে অনায়াসে বদলানো যায়,
সাজানো যায় নানা রঙে,
আর তোমার সৌন্দর্যে মুগ্ধ হতাম
তোমার চোখে চোখ রেখে।

বাস্তবে তুমি অনেক দূরে,
যত দূরে যাও, তুমি রঙিন হও,
আরো স্পষ্ট অনুভব করি তোমায় ।
মন আবেগে ভরপুর হয়,
একাকী তোমার ভাবনায় মগ্ন হয়ে।  
চেয়ে থাকি সেই দিনটার তরে,
যে দিন আকাঙ্খা বাস্তবে মিশে যাবে,
আর তোমার স্মৃতি নিয়ে রয়ে যাব চিরদিন এ মনে।