আহ্,জীবন তো বড়ই খাটো
আবদুল্লাহ আল সাদি


মানুষের অঢেল থাকার পরেও অতি আকাঙ্ক্ষায় কখনো তার বিবেক মরে যায়,
    আবার মানুষের জীবনে অভাবের তাড়না   কোনো কোনো মূর্হতে কঠিন বাস্তবতা শিখায়।


কোনো কোনো সময়ে মানুষের বড় কোনো আনন্দও চোখে প্রশান্তির অশ্রু জড়ায়,
     আবার কিছু দুঃখ চোখে অশ্রু না এনে নিস্তব্ধ বুক আর মগজে, ক্ষনে ক্ষনে ব্যথার কাতরতা দেয়।


জীবনে কিছু আনন্দের ভাগ দিতে ভালোবাসার টানে প্রিজনাদের কাছে আনা হয়,
     আর জীবনের কিছু  ঘটে যাওয়া কষ্টের বিষাদ শুধু নিজেরই, ব্যথার ভাগ অন্যরা নিবেনা বলে তা ছড়িয়ে দেওয়ার নয়।


মানুষ শুধু পাওয়ার তৃষ্ণায় কাঁদে না,
মানুষ তো কখনো কিছু দেওয়ার জন্যেও  কাঁদে,
   কখনো করুন বাস্তবতায় আপনজনাদের কিছু দিতে না পারার অসিদ্ধি, বুকে কষ্টের পাথর বাঁধে।


সুখ আর দুঃখ জীবনেরই,সুখের মতো দুঃখকেও
আপন করে উঁচু রাখতে হয় শির,
   জীবনের কঠিন দিনে ভেঙ্গে যাওয়া ভুল ,লড়ে  যায় তো বীর।


  জীবনের সময় সত্বর পেরিয়ে যায়, কতো ব্যস্ততা  চাওয়া আর পাওয়ার ছলে,
  আহ্ ,জীবন তো বড়ই খাটো, কখন যেন দেহ ছেড়ে প্রাণ যায় চলে।