আমি এক অভাবি মানুষ
আব্দুল্লাহ আল সাদি


আমি এক অভাবি মানুষ,
আমি একজন পাওয়ার তৃষ্ণায় ছুটে চলা, মানুষের উপকারে আসতে ছুটে চলা অভাবি মানুষ।


আমি এক অভাবি মানুষ,
আমি বার বার ব্যর্থতার পরেও মুখে হাসি ভরা,  হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে নতুন কিছু খুজতে থাকা অভাবি মানুষ।


প্রিয়জনাদের সুদিনে  আমাকে মাথায় না আসায় আমি এক অভাবি মানুষ,
আমি রাতের আকাশের দিকে তাকিয়ে মেঘের আড়ালে তারা গুলো খুজে না পাওয়ায় অভাবি মানুষ।

আমার কিছু আঘাতের  কাতরতায়, ছোট ছোট আনন্দ গুলা মন না ছুঁয়ে যাওয়ায় আমি বিরাট অভাবী মানুষ,
আমি নিজের অবস্থানের জন্যে প্রিয়জনাদের কাছে ডাকতে না পারায় আমি এক অভাবি মানুষ।


আমি নিসঙ্গতায় মাটি,গাছ, পাখি, নিরীহ প্রাণিদের সাথে  কথা বলার পর ওরা শুধু শুনে যায়,
ওরা আমার কথার উত্তর না দেওয়ায় আমি অভাবী মানুষ।


তবু তো আমার সাথে মাটি, নিরীহ প্রাণি এই প্রকৃতি কখনো বেইমানী করে না,
মানুষ মানুষকে অবহেলা করে, আঘাত করে
তখন নিজেকে বলি আমিতো বড়ই অভাবী মানুষ।


আমি ভেবে যাই,যারা হিংসায় ক্ষতি করে, স্বার্থের জন্যে অন্যায় করে ওরাতো নিষ্ঠুরতম অভাবী মানুষ,
আর আমি কষ্টেও জীবনকে মেনে নেওয়া তেস্বজী এর মধ্যে বিনয়ী অভাবী মানুষ।