বিবেকের দংশন
   কলমে-----(আব্দুল্লাহ আল সাদি)


মৃত্যুকে চিরন্তন সত্য জানি, তবু যখন মাইকে এলান শুনি একটি শোক সংবাদ
পরিচিত বা হোক অপরিচিত মানুষের মৃত্যুর আচমকা খবরে আঘাত পাই,
তবে কিছু নির্মম মৃত্যুর খবরের আঘাতে আমার বমি আসে।


যখন মানুষের মৃত্যুতে সন্দেহ হয় আত্মহত্যা নাকি হত্যা তখন আমার বমি আসে,
রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত লাশ নিয়ে যখন সন্দেহ হয় স্ট্রোক নাকি হত্যা তখনও বমি আসে।


যখন শুনি কোন এক স্বার্থের জন্যে নিরপরাধ মানুষের জীবন  অন্য মানুষ বুলেট বা ছোরার আঘাতে হরণ করেছে তখন আমার আক্ষেপে বমি আসে,
যখন ঘুমন্ত বা গৃহাভিমুখী মানুষের অস্তিত্ব আগুনে পুরে ছাই হয়ে যায় তা নিয়ে যখন সন্দিহান রয় দুর্ঘটনা নাকি নাশকতার শিকার? আমার মানসিক যন্ত্রণায় বমি আসে।


আচমকা কানে আসা বা পত্রিকায় চোখ মেললে, না চাইতেও যদি চোখে পড়ে খুনের নির্মমতা আমার বমি আসে,
আমার বমি আসে যখন শুনতে হয় নাবালিকা শিশুটিও ছাড় পেল না  হায়েনাদের হাত থেকে,
যখন শুনি হায়েনা গুলো মানুষরুপি, আমার! আমার যে তখন বমি আসে।


ঘরে আগুন লেগে পুরবে না, ভূমিকম্পে তার পরিবারের মাথায় দালান ভেঙে পড়বে না, খুনিরা এ নিশ্চয়তা মনের মধ্যে কেনো রাখে? ওদের এ মূর্খতায় আমি নির্বাক হয়ে যাই,
মানুষ মানুষকে খুন করলে যখন ভাবতে হয়
যে খুন করলো সে হিংস্র পশু নাকি যে খুন হলো সে ছিল হিংস্র পশু? আমার যে তখন বমি আসে!


যখন বড় অপরাধেও করুন বাস্তবতায় কোন এক স্বার্থে বা ব্যর্থ তল্লাশে সত্য হয় অসত্য আর অসত্য হয় সত্য আমার বমি আসে,
নির্মম জীবনহানির ক্রন্দন শুনে, অসহন রক্তের ঘ্রাণ পেয়ে আমার মধ্যে থাকা সাহসিক, ন্যায়নিষ্ঠের  বিবেকটা বিদ্রোহ করে যন্ত্রণা আর হতাশায় অসহায়ের মতো বমি হয়ে বেরিয়ে আসতে চায়!


৮-১-২০২৪