হাত তুলেছি তোমার কাছে প্রভু একান্ত নিরালায়,
   ভুল গুলো ক্ষমা করে কবুল করো এই  আমায়।


হাত তুলেছি তোমার কাছে ক্ষমার আশায় প্রভু,
   তুমি ছাড়া ক্ষমা চাওয়ার নাইতো আমাদের কভু।


কাউকে দেখাই নাকো আমারই চোখের জল,      
     প্রার্থনায় তোমায় বলে প্রভু চোখে জল করে টলমল।

  আমি যা চাই তা না পাই কারো কাছে গিয়ে,
     রহমতের ভান্ডার ফুরায় না প্রভু তোমার সৃষ্টির  আশা মিটিয়ে।


  খাল, বিল নদী নালা গাছ গাছালির থাকে তোমারই দিকে দৃষ্টি,
  শুকনো মাটির পিপাসা মিটাও প্রভু দিয়ে রহমতের বৃষ্টি।


এতো সুন্দর সৃষ্টির স্রষ্টাকে দেখবো আশা যে কতো প্রানে,
  সব ভুলের ক্ষমা করে  পথ দেখাও আল্লাহ এই  রমজানে।


আমি  যা চাই তা না পাই কারো কাছে গিয়ে,
   রহমতের  ভান্ডার ফুরায় না প্রভু তোমার সৃষ্টির আশা মিটিয়ে।


কাউকে দেখাই নাকো  আমারই চোখের জল,
   প্রার্থনায়  তোমায় বলে প্রভু চোখে জল করে টলমল।


জানা অজানা কতো যে ভুলে আমরা তো বড় পাপী,
   ক্ষমা করে দাও গো প্রভু আমরা যে আজ অনুতাপী।


এই ত্রিভুবনে ছোট্ট জীবনে থাকি যে কত আশায়,
  আসল ঠিকানার কথা  ভুলে যাই  দুনিয়াবি   রঙ্গিন ভালোবাসায়।


জানা অজানা কতো যে ভুলে আমরা তো বড় পাপী,
     ক্ষমা করে দাও গো প্রভু আমরা যে অনুতাপী।


কাউকে দেখতে দেই নাকো আমারই চোখের জল,     প্রার্থনায় তোমায় বলে প্রভু চোখে জল করে টলমল।


হাত তুলেছি তোমার কাছে ক্ষমার আশায় প্রভু,
   তুমি ছাড়া ক্ষমা চাওয়ার নাইতো আমাদের কভু।


হাত তুলেছি তোমার কাছে প্রভু একান্ত নিরালায়,
  ভুল গুলো ক্ষমা করে কবুল করো এই আমায়।