কতো যে উঠিনি ভোরে
            
         আব্দুল্লাহ আল সাদি



কত যে উঠিনি ভোরে, শুনিনি শ্রুতিমধুর ই আযান,
   উঠে নাও নামাজে চলো,কত যে বলেছেন বাপজান।


একটু পরে উঠি, এই আর একটু ঘুমাই  সূর্য হয়ে গেছে উদয়,
   আতপ্ত শীতল পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে   নিত্য দিন অনুভব করেনি কত সাচ্ছন্দ্যময়।


    পাখিরা আমাদের কত আগেই সকালে জাগে,
আমি  ঘুমিয়েছি বেশি নিরর্থক আয়েশে তাতে  লজ্জা এখন  লাগে।


সকালের ঐ পাখিদের মধুর সুরে গান আর ডানা মেলে স্বচ্ছন্দে উড়ায়,
আল্লাহর কতো মহৎ সৃষ্টি অনুভবে এ আশয় জুড়ায়।


সকালে ঐ অনিল এ দীর্ঘশ্বাস নিয়ে   প্রশান্তির অনুভব লাগে মনের গহীনে,
  মাতৃকোলের পরে সুখানুভব স্পর্শানুভূতি কোথায় পাবো ক্ষণস্থায়ী ধরণীতে সকালের ঐ মিষ্টি রোদের উষ্ণতা বিহীনে।


এই সকালের মনোরমতা  অনুভূতিতে হয় যদি আনন্দ,
দিনের সেই কর্মব্যস্ততায় গ্লানিতে অনুভবে আসবে
না নিরানন্দ।


উঠি এখন ভোরে, অনুভূতীতে ভালো লাগে শুভ সকাল,
  আল্লাহর কাছে প্রার্থনা  করি আনন্দ সুস্থতার হয় না যেন আকাল।