কতোকাল জীবনটাকে অনুভব করা হয় না
      আব্দুল্লাহ আল সাদি


কতোকাল রাতের আকাশ আমার দৃষ্টি পায় না,
কতো দিন...রাতে আকাশরে মনের চোখ দিয়া  দেখা হয় না।


এহন? এহন রাইত
মনে হইতাছে এহন গভীর..... রাইত।


কিন্তু সবে মাত্র রাইত নামতাছে,
আর আকাশের তারা গুলা মনে হইতাছে
আমারে দেখতে ঘুম থেকে জাগতাছে।


মনে হইবোই না কেন্? আমি তো শুইয়া রইছি খোলা
আকাশের নিচে,
তারা গুলা আমারে না দেখতে উঠলেও! আমি কিন্তু আজ  আকাশটা দেখতাছি ।


কতকাল রাতের আকাশের দিকে তাকানো হয়না,
হবোই বা কেম্নে? আকাশের নিচে থাইকাও রাতের আকাশ মনের চোখ দিয়া দেখা হয় না।


দুনিয়ার কিছু মানুষের ছুটাছুটি দেইখা আমিও যেন কিবা ছুটতে চাইছিলাম,
ওদের প্রতিযোগিতা, সম্পদ, ক্ষমতা গড়ার আকাঙ্ক্ষা  আমারেও পাইয়া বসতেছিল।


আকাঙ্ক্ষা পাইয়া বসবোই না কেন্?আমি নজরে আসার মতো না বইলা কদর করে না,
আকাঙ্ক্ষা আমারে পাইয়া বসবোই না কেন্? মানুষ তো মানুষের পরিচয় নেয় না, মানুষ তো... এখন পরিচয় দেয় ঐশ্বর্যের ক্ষমতা আর খ্যাতির।


আইজ রাতে আকাশে তারা গুলারে অনেক....দূরে মনে হইতাছে,
মনের মধ্যে আচমকা..নাড়া দিয়া বলল...!সমবয়সী, স্নেহের যোগ্য, আর গুরুজন  দুনিয়া ছাইড়া চইলা গেছে ওরা কী ঐ তারার চেয়েও দূরে....?

এতো দূর... থেকেও তারা গুলারে খালি চোক্ষে দেখতে  পাইতাছি,
যারা পৃথিবীর মায়া ছাইড়া চইলা গেছে তাদের তো... খবর পাইনা? মন বইলা উঠলো! ওনারা তো সবচেয়ে দূরে, আমরা তো সবাই.... সেই দূরে যাওয়ার যাত্রী।


কতোদিন ভোরে পাখির কিচির মিচির শুনে সূর্য উঠার দৃশ্য দেখা হয় না,
কতোকাল বৃষ্টির পরে কাঁদা মাটিতে মিশে থাকা শান্তির ঘ্রাণ খুজা হয় না।


কতো নিশি....দিনের ক্লান্তি আর কিছু দুঃখের বিষাদে ঝিঝি পোকার গান গুলো মন ছুয়ে যায় না,
কত ঘনকাল...  ব্যঙে্র বুকে জমে থাকা অভিভাষণ শোনা হয় না ।


আহ্ কতোকাল জীবনটাকে মন দিয়ে অনুভব করা হয় না,
  কতোকাল জীবনটাকে অনুভব করা হয় না ।              
                                                     ৫-৯-২০২৩.