ওগো অচেনা


        আব্দুল্লাহ আল সাদি


শুক্র বারের পবিত্র সালাত শেষ করিয়া আসতে    ছিলাম বাড়িতে,
   ওগো অচেনা আল্লার বান্দি তোমাকে দেখতে পারলাম রাস্তায় দাড়ানো ঐ গাড়িতে।


যখন চাইলাম ঐ গাড়ীর দিকে, তোমার আঁখি  পড়লো পথিকদের চেহারায়,
     অজান্তেই আমার নয়ন পড়লো তোমার চেহারায়।


আমার  নয়ন স্থির ছিলনা , কারণ  আল্লাহর ভয় ছিল  আমার মনে,
তুমিও সরিয়ে নিলে, তোমার ঐ সুন্দর চেহারায় লেগে থাকা গুটি চারটি কেশ আনমনে।


তুমিও বিরক্তি নাকি শালীনতা নিয়ে মুখ গুরিয়ে নিয়ে তাকালে সম্মুখে,
আর সত্বর হাটার মাজে, তোমায় অনুভব ছিল নিতান্তই আমার পক্ষে।


আমি শুধু ভাবলাম এত শোভাময় আল্লাহর সৃষ্টি,
কিন্তু আমি তৃপ্ত কারণ  তোমার দিকে তাকানো পবিত্র ছিল আমার দৃষ্টি।


    যদিও তুমি আমার অচেনা তবু জানিনা,
ওগো অঙ্গনা তুমি   অবিবাহিত কিনা।


  যদিও হও অবিবাহিত, তবু কোনো প্রেমময়  ভাবনা ছিলনা আমার মনে,
তোমাকে এ দু নয়নে দেখে আল্লাহর সৃষ্টির, সৌন্দর্যের মহিমা  অনুভব হলো আমার এই প্রানে।


তোমার চেহাড়ায় যে অপরূপা  মায়া আমি দেখিলাম,
   তবু আমি লোচন  সরিয়ে নিতে  পেরেই  যেন বাঁচিলাম ।


ওগো অপরিচিতা আমি অনুরক্ত হয়নাই দেখে তোমার রমণীয় ঐ কায়া,
   আমাকে ভাবাইছিল,আল্লাহর দেয়া  তোমার চাহনিতে  লেগে থাকা সুরূপ ঐ মায়া।


ওগো অচেনা সুন্দরী মায়াবিনী নারি,
আমি সার্থক হবো তোমাকে যদি ভুলিয়া থাকিতে পারি।


আবারো বলে যাই  যদিও হও অবিবাহিত, তবু      প্রেমময় ভাবনা ছিলনা আমার মনে,
     তোমাকে এ দু নয়নে  দেখে, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের মহিমা  অনুভব হলো আমার এই প্রানে।