বিকেল আসার অপেক্ষায়
দুপুরও ক্রমশ প্রখরতা কমিয়ে দিচ্ছে
অতঃপর বিকেল এলো;
বিকেলের কাছে সন্ধ্যে নামার তাড়া
দিনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে
অতঃপর সন্ধ্যা নামলো।


রাত এসে ঘন আঁধারের চাদর দিয়ে
ঢেকে দিলো চারিপাশ;
জোনাকিরা আলোর প্রদীপ নিয়ে
বেড়িয়ে এলো সঙ্গী খুঁজতে;
খানিকপর চাঁদের ক্লান্তিহীন মায়াবী মুখ
রাতের আকাশে বসলো তারার মেলা।


একে একে সময়ের পালা চুকিয়ে
জোনাকি, চাঁদ, তারা সবাই চলে গেলো;
কিছুক্ষণের ব্যবধানে হবে ভোরের দেখা,
অথচ, আমার অপেক্ষার অবসান হলো না
আমি রইলাম একা...