চোখ ঝলসানো রৌদ্রদগ্ধ দিনে
কোনো এক গ্রীষ্মের শেষে,
সে এসেছিল সদ্য ফোটা 
লাল শাড়ি পরা কৃষ্ণচূড়ার বেশে।


যেন নীল আকাশের নিচে 
চোখ ধাঁধানো রূপে ঝলকিত চারিদিকে,
কোনো এক মায়াবতী নারী
একা দাঁড়িয়ে শূন্য পৃথিবীর বুকে।


মৃদু বাতাসে উরেছিল তার কেশ
চোখে ছিল তিক্ষ্ণ দৃষ্টি, তারপর
হঠাৎ বয়ে যাওয়া ঝরো বাতাসের মতো
তার জন্য মনের ভেতর উত্তাল ঝড়।


একদিন ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার সাথে সাথে
অতঃপর সেও যেন অদৃশ্য হয়ে গেল কবে,
তাহলে কি আবার আমাকে
তার জন্য অপেক্ষা করতে হবে?
সে কি ছদ্মবেশী কৃষ্ণচূড়া ফুল?
নাকি আমার মনের ভুল!