''ভালোবাসা সুন্দর'' এ বাণী সকলে জপ-জপি কয়!
হের সাফ নীল তিক্ত সুধা ক-জনে'ই বা আগ বাড়িয়ে পান পিয়ে লয়?

এ কথা মিছা নাহি ভালোবাসা সুন্দর ছিলো, তব সব সমিত হয়!
ক-জনে'ই বা জানে এর আছল অবিধান? সবে শরিল প্রেমে পড়ি রয়!

ভালোবাসায় থাকে সাফ দীল, বসন্তের পড়ন্ত বিকেল,মেঠো পথে,কাশবাগানে-
প্রেয়সীর জন্যে ক্ষণের পর ক্ষণ অপেক্ষা!
তব তাহদের ভালোবাসা পূর্ণ স্বার্থপরতা,নগ্নতা,বেহায়াপনা-
এ'ই যেনো মোর কাছে সীমাতীত তিতীক্ষা!

''ভালোবাসা সুন্দর'' এ বাণী সকলে জপ-জপি কয়! তব সবার
উপরি তার নষ্টামি-নগ্নতা, দেহটান; মায়া মমতা বিশ্বস্ততা পাদ-ভূয়ে পড়ি রয়..

ভালোবাসা সত্যি'ই সুন্দর যেমন সকলি কয়!
তব কেহ যেনো নষ্টামির সহিত এরি নাম না লয়..