নিরঞ্জনা নামের একটি নদীকে খুঁজছিলাম।
এই যে, আপনাদের এদিকে এই নামের কোনো
নদীকে যেতে দেখেছেন?
সকলেই স্বীকার করলো, কেউ দেখেনি।
কিন্তু এই হারানো সংবাদ অত গুরুত্বপূর্ণ নয় বলে
কোনো কাগজে আসেনি।
এমন অনেক হারিয়ে যাবার সংবাদই
কোথাও থাকে না--
প্রেম হারিয়ে যায়,
নৈতিকতা হারিয়ে যায়,
উপার্জনশীল ব্যক্তির প্রতি হারিয়ে যায়
এক সময়ের স্বার্থহীন ভালোবাসা,
জনগণের মৌনতায় হারিয়ে যায় রাষ্ট্রের চরিত্র,
এসব কিছুই কাগজে আসে না,
কেননা- এসবের ভয়াবহতা
মাথায় আসে না কাগজওয়ালাদের।
শুধু কিছু বোকা লোক বারান্দায় বসে
চুপচাপ ভাবে, সব দোষ লবণের।
আর নীরঞ্জনা নদীকে নিয়ে মনে মনে
অসম্পাদকীয় লেখে কোনো কোনো অসাংবাদিক।