©কাজী ফাতেমা ছবি
=বৃষ্টি পড়ে ঝুমুরঝামুর=
ঝুমঝুমাঝুম ঝরে বৃষ্টি
পড়ে বৃষ্টি তালে তালে,
খোলা জানলার বৃষ্টির ছাটে
বৃষ্টি ছুঁইলো নরম গালে!


বিজলি চমকায় আকাশ ডাকে
ঘরের দুয়ার যায় না খোলা,
বৃষ্টি ধরি হাত বাড়িয়ে,
বৃষ্টির সুখে আত্মভোলা!


সকাল আমার কী রূপসী!
চারিদিকে পাতার গুঞ্জন,
বৃষ্টির জলে ভিজতে আহা!
মন যে আমার হলো খঞ্জন!


থামিস না আজ বৃষ্টি ওরে
রিনিঝিনি ঝরে যাবি,
কেউ না থাকুক বৃষ্টি ছুঁয়ে
বৃষ্টি আমায় কাছে পাবি!


পাতায় পাতায় বাজে শুনি
ঝুমঝুমাঝুম বৃষ্টির নুপুর,
সকাল গড়াক থাকিস বৃষ্টি
ধেয়ে আসুক উদাস দুপুর!


রাস্তাঘাটে জল জমে যাক
ভিজাবো পা সুখ শিহরণ,
উষ্ণতা যা দেহজুড়ে
বৃষ্টি করুক এসে হরণ!


কী যে ভালো লাগে আমার,
বৃষ্টি মনে দিলো দোলা,
সুখ মুগ্ধতায় যাক ভরে যাক
মনে দুয়ার রাখি খোলা!
=============



০২।
=এসো সান বাঁধানো ঘাটে, পা ডুবিয়ে বসি=


শুনতে কী পাও কান পেতে পাখিদের কুচকাওয়াজ
চারিদিকে মধু গুঞ্জরণ, বন্ধ চোখে শুনো মিহি আওয়াজ;
এখানে মন রাখলেই, মন চুয়ে নামবে সুখের লহর,
বন্ধু শুধু তোমার আমার হোক এ স্নিগ্ধ প্রহর।


চলো, জলে ভাসিয়ে দেই মনের দ্বিধা,
যত অসুখী ক্ষণ আমাদের, জানাই আলবিদা;
মনে ঝুলে আছে যত বিষাদ যত দ্বন্দ্ব,
এসো জলে পা ডুবিয়ে মনে তুলি সুখ ছন্দ।


তোমার জন্য তুলে আনা কিছু শুভ্রতা দিলাম ভাসিয়ে জলে,
চোখ রাখো, বুক ডহরে মুগ্ধতারা পড়ুক গলে গলে,
তুমি উচ্ছল হও, হেসে দাও খিলখিলিয়ে,
চলো দুজনে মিলে প্রকৃতির বুকে প্রেম যাই বিলিয়ে!


এখানে সান বাঁধানো ঘাট,
চুকিয়ে ব্যস্ততা আর কর্মপাঠ;
এসো বসি, হাতে রেখে হাত,
মুগ্ধতার সময় চাইনা করতে বেহাত।


জলের ঢেউয়ে ভাসুক তোমার আমার সুখ ছবি,
উষ্ণতা ছড়াক দুপুরে রবি
তাতে কী, জল ছুঁয়ে যে হাওয়া বইছে প্রকৃতিজুড়ে,
দিয়ো না বাঁধা সুখ উঠুক আমাদের বক্ষ ফুঁড়ে।


কত ব্যস্ততার পাহাড় ঠেলে আজ এখানে নিয়েছি খুঁজে অবসর,
দুজনায় নিরিবিলি মন ঘরে সাজাই চলো সুখের বাসর,
না সম্মতিতেই তো কাটালে অজস্র প্রহর;
তোমার গুয়ার্তুমি আর বিষণ্ণতায় ভরা আমার মন শহর।


এসো, বসো পাশ ঘেঁষে, বৃষ্টি আসবে খানিক বাদেই, আকাশ অন্ধকার
জলে দাও ভাসিয়ে তুমি লুকানো সব ঈর্ষা অহংকার;
জলে থই থই ফুল পাপড়িদের নাচন, মন ছেয়ে যাক তোমার সুখ উচ্ছ্বাসে
এবেলা মন টলমলে প্রেম জলে টুইটুম্বুর, ভালোবাসা পেতে চাইলে
বসো এসে পাশে।