অনেকদিন আগে তুমি দেখিয়েছিলে
তারা’রাও খসে পড়ে।
প্রতি রাতে আজ স্বপ্নের বালুচর
ভেসে যায় আমার আঙিনা পর্যন্ত।
সমুদ্রের সঙ্গে কথা বলে বুঝেছিলাম
তোমার চোখে মরিচীকার ইঙ্গিত আছে।
খসে পড়া তারার দিকে চেয়ে
চেয়েছিলাম শুধু তোমাকেই।
তারপর একটিবারও আমার স্বপ্নের বালুচর
ভেসে যায় নি আঙিনা পর্যন্ত।
আকাশের সঙ্গে কথা বলে বুঝেছিলাম
তোমার চোখে তারা খসার জাদু আছে।
তারও পর হাজার হাজার তারা খসে গেছে
তোমার আমার চোখে।
অনেকদিন আগে তুমি দেখিয়েছিলে
কেমন করে কিছু চাইতে হয়।
আমার আকাঙ্খার সঙ্গে কথা বলে বুঝেছিলাম
তোমার জন্য খসে পড়া
বৃথা গেছে এ তারার।


৪ঠা জুলাই’২০০০/শিলিগুড়ি