প্রতিদিন ভাবি আর তোমায় ভাববো না।
বহুকাল তোমায় ভেবেছি।
আমি যে একটা স্বতন্ত্র মানুষ,এটা ভুলতে বসেছিলাম।
জীবনের অনেকগুলো বছর কেটে গেছে
তোমায় ভাবতে ভাবতে।


আমার উঠোনের শিউলির পাপড়িতে
তোমার প্রতিবিম্বিত মুখ নিয়ে
বহু সকাল আনচান করেছি,
রাত-জাগা কৃষ্ণচুড়ার সাথে প্রতীক্ষায় জাগতে জাগতে
তারা’দের কাছে কত তোমার কথা বলেছি।
তোমার সমস্ত অভিমান কিংম্বা অহংকার ছোঁবো বলে
প্রতিদিন আমার ভালবাসার উচ্চতার
অনেক ঊর্ধ্বে উঠেছি।
তোমার স্বপ্নে ভেসে গিয়ে
আমি সত্যকার বেঁচেথাকা’টাই ভুলে গেছি।


বহুকাল ভেবেছি তোমায়।
এখন ভীষন করে মনে হয় এবার নিজের জন্য একটু ভাবি।
তোমায় না-ভাবার প্রতীঙ্গায়
মনকে কঠিণ বাস্তবে বেঁধে
ভোরের নতুন আলোয় আকন্ঠ স্নান করতে গিয়ে দেখি--
ভোরের আলোর সবটুকুতেই মিশে আছে
সেই তোমারই ভাবনা।


প্রতিদিন ভাবি আর তোমায় ভাববো না।
প্রতিদিনই হেরে যাই
নিজের কাছে।