গতকাল মানস-সরোবরের সমুদ্র-কিনারে
আমাদের মধুচন্দ্রিমা শেষ হল।


তোমার মনে পড়ে, প্রেয়সী
যেদিন আমার একফোঁটা চোখের জল
তোমার পায়ের পাতায় পড়েছিল
আগুনের ফুলকির মতো।
সেদিন মধ্যরাত্রে ঝড় উঠেছিল,
কালো মেঘের সঙ্গে তোমার সাদা ওড়নাটা
উড়ে গিয়েছিল সুদুরের দেশে।
তুমি আমার কাছে শীতল বৃষ্টি চেয়েছিলে
আমি তোমায় অশ্রু দিয়েছিলাম।


প্রথম দেখার পর, খুব ভাল করে বোঝার আগে
তোমায় ভালবেসেছিলাম।
বাবার দারিদ্রময় জীর্ণ সংসারের ফাঁক-ফোকর থেকে
যৌবন কবে এসে বুকে ভর করেছিল
টের পাই নি।
পকেট-ছেঁড়া জামার নিচে হৃদয়টা থাকা সত্বেও
পাশের বাড়ি থেকে চুরি করা একটা গোলাপ
তোমায় দিয়েছিলাম।
আর শেষ সেদিন দিলাম একটুখানি সিঁদুর।


আমি আজও চেষ্টা করে চলেছি
আমার অশ্রুকে শীতল করার জন্য।
সেই সোনালী দৃষ্টিতে.....
তুমি তো আর এখন আমার কাছে
বৃষ্টি চাও না।
সহবাসের সুখ চাও।
জীবন-আকাশের কোল থেকে আমি তোমার জন্য
একবুক শীতল অশ্রু এনেছি, প্রেয়সী
তুমি আমার কাছে বৃষ্টি চাও…….