বাংলা-কবিতা ডট কম খুব বড় একটা আবিস্কার আমার কাছে। কবিতার আসরে প্রায় প্রতিদিন চার-পাঁচ ঘন্টা অন লাইন থাকি। বেশ ভালো লাগে। অনেক অনেক কবির কবিতা পড়ার সুযোগ হয়। কিছু কিছু কবিতা অসাধারন...
তবে যে কথাটা বলার চেষ্টা করছি তা হল- আসরের কবিতা এবং মন্তব্য গুলি পড়ে ও দেখে মনে হয়েছে এখানে মহিলা কবিদের মন্তব্যের ভান্ডারটা একটু বেশি। তা সে কবিতার মান যাই হোক না কেন।
কবিতা কবির সৃষ্টি। আর সৃষ্টি সবসময় সুন্দর হয়। তবে তার মানে এই নয় যে মহিলা কবিরা যাই লিখুন না কেন সবার মন্তব্য হবে সেই কবিকে খুশি করার জন্য... কবিতার মান বিবেচনার জন্য নয়।
অনেক অনেক ভাল কবির অসাধারন কবিতা একটাও মন্তব্য পায় না এখানে। যাঁরা কবিতার আসরে প্রাত্যহিক আসেন তাঁরা আমার এই বিশ্লেষণকে সততার সঙ্গে যাচাই করে দেখে নেবেন। আর যাঁরা আমার এই মতামত মানতে পারছেন না- তাঁদের কাছে আমি ক্ষমা প্রার্থী।


৩০শে জুন’১৫/দিল্লি