জীবনের শুরুটা যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল
সেখান থেকে শুরু হয় নি।
স্বাধীনতার পরে আমাদের ভাগ্য যাদের হাতে তুলে দিয়েছি
আজ তারা সবাই ভাগ্যবান।
আমাদের জীবন আর জীবনের ভবিষ্যত থেকে যখন
একটু একটু করে হারিয়ে যাচ্ছে সাফল্যের সোনারোদ
তখনও বিকেলের আকাশ নিভৃতে ঘিরে উঠছে
বিলাসের ইমারতে।
পন্থা-লড়াই’য়ের নিষ্পেশন যন্ত্রে
দেশের মানুষের চিৎকার আজ ঢেকে যায়
গনতন্ত্রের মুখ লুকানো হাসিতে।
আমাদের বিবর্ণ সংসার আর নির্ভেজাল দারিদ্র
এখন শুধুই সুখী রাজনীতির খোরাক।


আজ পর্যন্ত আমাদের জন্য যত প্রতিশ্রুতি হয়েছে
প্রতিশ্রুতি নিয়ে সভা হয়েছে
মিথ্যে........ সব মিথ্যে।