রক্তিম পদক্ষেপের ছাপ পড়ে
প্রাত্যহিকতার পরিধি বরাবর।
সভ্যতার প্রবল বৃষ্টিপাতেও মোছে না
জীবন-বৃত্তের সীমারেখা।
স্বপ্নের ধ্বংসাবশেষের উপর পা রেখে
অনিবার্য রক্তক্ষরণ জেনেও
বয়ষ বাড়াই।
নীতির টানাপড়েনে বিকিয়ে গিয়েও
বাঁচতে থাকি।
মধ্যবিত্তের ইতিহাস
লেখা হয় না।
বেদনার আর্তিতে
পরিমিত হয় শুধু
আমাদের এই মাপা পদচারণ।