ভিজে আচঁলটা সেদিন……
তোমার বুকের উপর সাপটে ছিল।
তুমি সমুদ্র থেকে স্নান করে ফিরছিলে।
পাশে তোমার স্বামী ছিল।
মনে হচ্ছিল আমার ভালবাসার মানস সরোবর থেকে
সদ্য ওঠা সেই পূর্নিমা তুমি।
আমি তোমার মধ্যে তোমাকে
স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
এমনটি করে তোমায় দেখি নি কখোনো।


প্রতি শনিবার বিকেলে
আমি তোমার কাছে গান শুনতে চাইতাম।
গানের শেষে তুমি বিরক্ত হয়ে বলতে ‘পাগল কোথাকার’।
সুমনের গানের কথাতেই একদিন তুমি বলেছিলে,
‘ভীষন অসম্ভবে আমি তোমাকে চাই’।


তোমার দৃষ্টিতে সেদিন আমি
সেই আকাঙ্খাটা খুঁজছিলাম।
তুমি আমায় চিনতে পারো নি।
হয়তো ভুলে গেছো।
শেষবার তুমি বলে গেছিলে….
‘আমায় ভুলে যেও না’।
আমি তোমায় ভুলে যেতে পারি নি
কারন আজ আর আমার মানসিক ভারসাম্যতা নেই।


তোমার পিছনে সমুদ্রের উপর
অন্ধকার নেমে আসছিল।
আমার সামনে দিয়ে তোমরা এগিয়ে গেলে।
তখনো তোমার ভিজে চুল থেকে মুক্তর মতো
জল ঝরছিল।
পিছন ফিরে আমায় আর একবার
অদ্ভুদ দৃষ্টিতে দেখে
আস্তে করে তোমার স্বামীকে বলছিলে--
‘লোকটা পাগল তাই না’।