কথা ছিল না। কোনোকিছুরই।
স্বপ্ন দেখতে গিয়ে ভোরের আলো
ভরেছিলাম দু-চোখে।
অঙ্গীকারের অশ্রুতে
ভিজিয়েছিলাম ভালবাসার মালাবদল।
কথা ছিল না। তোমায় ছেড়ে যাবো।
আজ প্রতি ভোর আমায় ডাকে
আমার প্রতীঙ্গার আলোর দিকে।
সমুদ্রের অন্ধকার আমার ভাল লাগে না
জন্মান্তর-প্রবাসের সন্তরন
আমায় শেখায় না কেউ।
কথা ছিল না। আমি ডুবে যাবো।
উচ্চাশার কিনারে ভেসে থাকার
অহংকার আমায় ছেড়ে গেছে।
বাসর রাতের সেই সুগন্ধ
আজও আমায় ভোর রাতের আলো দেখায়।
কথা ছিল না। তবু ছেড়ে গেছি তোমায়। একা।