আমি চলতে চলতে থেমে যেতে পারতাম।
ক্ষোভ আর অনুতাপের রুদ্ধশ্বাস
আমার হৃদপিণ্ডকে থামিয়ে দিতে পারতো।
প্রতিদিন দূষিত বাতাস থেকে
একটু একটু করে নিয়েছি
বেঁচে থাকার অক্সিজেন।
চলা থামে নি আমার।
দুর্নীতির পাথরে রক্তাক্ত হয়েছে
প্রতিটা পদক্ষেপ।
আপোষের সবুজ হাতছানি
মাঝরাতে লালসার আয়নায়
পরকীয়া প্রেমের প্রলোভনের মতো
প্রতিবিম্বিত ছিল।
আমি চলতে চলতে থেমে যেতে পারতাম।
পিছন থেকে টেনে ধরেছে অনেকবার
পাপে ভরা অনাচার চতুর্পাশে।
তবু আমি থেমে থাকি নি।
আরও অনেক পথ চলার বাকি
সহস্র গ্লানির ধুলো মাখা পথ পেরিয়ে
পৌঁছাতে হবে জীবনের গন্তব্যে।
যেখানে মাঝরাতে আদর্শের আয়নায়
শুধু স্বপ্নিল হাতছানি......