নজরুল, তুমি অন্যায়ের বিষ দাঁত ভেঙেছো
শিল পাথর দিয়ে,
তুমি বিদ্রোহ করেছো রক্তে উত্তপ্ত
আগুন নিয়ে,
বাঙালির হৃদয়ে প্রেরণা যুগিয়েছ ওই
ঘৃণ্য কারায় গিয়ে।
নজরুল, তুমি নজরুল, তুমি বিদ্রোহী নজরুল।।
নজরুল তুমি, বড় বড় মঞ্চে হাত উঁচিয়ে
গলাবাজি করোনি,
বার্ধক্যের প্রচন্ড ঝড়েও তুমি
আছড়ে পড়োনি,
প্রতিকূলতার মাঝে জীবন শুরু করেও
বিদ্রোহ ছাড়োনি।
নজরুল, তুমি নজরুল, তুমি বিদ্রোহী নজরুল।।
হে উন্মাদ, তুমি ক্ষিপ্ত হয়ে অন্যায়ের ক্ষতে ছিটিয়েছো
লবণ লেবুর ছটা,
এতিম অসহায়ের জন্য বিসর্জন করেছো
অঝর বৃষ্টির ফোটা,
তুমি কুলি মজুরের হাহাকার করা শুষ্ক হ্নদয়
সিক্ত করেছো যথা।
নজরুল, তুমি নজরুল, তুমি বিদ্রোহী নজরুল।।
একজন নিষ্পাপ শিশু যখন ক্ষুধার
যন্ত্রণায় কাতরায়,
পথ্যের অভাবে একজন রোগীর
জীবনাবসান প্রায়,
তখন মোলায়েম মধুর বিদ্রোহ নিয়ে তোমার
আগমন ঘটে হায়!
নজরুল, তুমি নজরুল, তুমি বিদ্রোহী নজরুল।।
তুমি, রক্ত দিয়ে রাঙিয়ে দিয়েছো
বিধবার শাড়ি,
বিধবার জন্য এনেছো সুখের চিহ্ন
ওই আকাশ ফাঁড়ি,
নারী অধিকার প্রতিষ্ঠিত করেছো
জীর্ণতার কোল কাঁড়ি,
নজরুল, তুমি নজরুল, তুমি বিদ্রোহী নজরুল