স্বাধীন হয়েছি আমরা
লাল সবুজের দেশ,
স্বাধীনতায় দুই লক্ষ, তনু থেকে
আছিয়া ধর্ষিত সবশেষ,
ধর্ষকরাই ধরে আছে সমাজে
সাধু সন্ন্যাসীর বেশ।।
নিরীহ নারী আজ বড় অনিরাপদ
ধর কি বাহির,
নারীকে পণ্য ভাবে সকল শ্রেণি পেশা
শিক্ষক থেকে পীর,
অতি আপন জনেও অনিরাপদ
নারীর চিরচেনা নীড়।।
ধর্ষিত হলে নারী
জেগে উঠে রাজনীতি,
ব্যবসা জমে উঠে
মিডিয়ার ও যথারীতি,
যা হবার হয় শুধু
নারী জাতির ক্ষতি।।
প্রতিবাদ, প্রতিরোধের দূর্গ হোক
প্রতিটি ঘর,
জাগতে হবে নারী পুরুষ
মানব জাতি পরাপর,
আয়রে হে প্রিয় স্বাধীনতা
ধর্ষকের টুটি চেপে ধর।।