#     ধানক্ষেত     #


    
             ---অমলেন্দু বিশ্বাস(প.ব)


গুটি কয়েক তরতাজা বসন্ত,
ধুলো  মাখা  কিছু শৈশব পেরিয়ে
আজ এসেছি এই মন্থর বিকেলে
এখানে আর একটু পর নেমে আসবে  
শঙ্খবেলা
তখন আমি হয়তো  মুদ্রায় তুলে দেব
শেষ অভিবাদন
তার পর  মাটির কাছে ফিরে  এসে
আবার  ঈশ্বর হব!


যৌবনে আমি ছিলাম ধান চাষি
বুকের ভিতর লুকিয়ে রেখেছিলাম  
ফসলের ঘুম,
লাঙলের  ফালাতে তুলেছি হাজারো
সীতা,
আজও ধান গন্ধ লেগে আছে
আমার কাদা মাখা শরীরে
ফসলের মাঠ আজও পিতৃস্নেহে
জড়ায় আমায়
আমিও দু এক পা এগিয়ে যাই
এখনও ছুটে যাই ধান খনিজে।