#   ধারাবাহিক  #


    -------অমলেন্দু  বিশ্বাস ( পশ্চিমবঙ্গ)


রোজ রাতে খু্ঁদে জোনাকির মত বাতিওয়ালারা  কবিতা ভাসিয়ে দিলে
তুমি হয়ে ওঠ কবিতার ফেরিওয়ালা ,
আর আমি মুগ্ধ চিত্তে গৃন্ধুর মত সব কবিতা কিনে নিই -
আমার শহরের গাঢ় নিস্তব্ধতা  দিয়ে।


বলতে পারো  আজও একটা কিনেছি, কিনেছি সময়ের কবিতা।
সময় --
সেত অদ্ভুত!
সত্যিই  অদ্ভুত,অদ্ভুত ভঙ্গিমা তার!


সময় চলে যাবে সময়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
শুধু আমরা কেউ কঙ্কাল হব,
কেউ পোড়ার ইতিহাস  লিখব আগুনে।
আকাশে একমুঠো চিতাভষ্ম উড়িয়ে দিলে
এই খোলা আকাশ -এই আসীম, একশত কবিতার এক কবিতা লিখে যাবে এই ছাঁইয়ের রঙে..
তখন ধূলমাখা যত সব হলুদ পাতায় লেখা ইস্তেহারেরা  ইতিহাসের দাবিদার  হবে।


আমাদের বহু যত্নে  বইয়ের ভাঁজে লুকিয়ে  রাখা ময়ূরের পালক,
নব বধূঁর আলতা পায়ের ছাপ
হাতে হাত, ঠোঁটে ঠোঁট হারিয়ে যাওয়া কিছু নীল সময় -
এই এত সব আর কবির কবিতা থেকেই যাবে আগামীর সোনালী স্রোতে।
তাই  আমিও আজ  ওদেরই নামে  ধারাপাত ছুড়ে দিই আকাশ পথে।


আজ  চেয়ে দেখ আগেরই  মত  ঐতিহ্য বাহী সভ্যতা -
আর মহাপ্রাচীন কেউ,আরও একবার নতুন আলোয় স্নান সেরে পৃথিবীর কানে কানে বলে যায় তার অমৃত বাণী ,
আর সদ্যজাত  শিশুর কপাল চুমে
তার ঔষ্ঠ -কারাগারের কোন এক নতুন সময়ের গল্প শোনায় -


ঠিক যেন আাগেরই মত।