খননের ইতিহাস জানো তুমি?
কিম্বা পাথরের গোপোন জবান বন্দীর কতটুকু জানা তোমার।


তুমিও পেতে পারো একটা অলৌকিক ভোর, কিম্বা একটা বিস্ময়কর  সকাল।
লিখতে পারো কিংবদন্তী রাজার ইতিহাস অথবা আদিমের উপকথা


তবে এ সভ্যতার গভীরে তুমি আরও একটু খোঁড়ো।
প্রথমে জঞ্জাল, আর আবর্জনার স্তুপ পাবে
এর পর কালো মাটির হাত ধরে উঠে আসবে  সাদা বালি
আরও একটু গভীরে গেলে মনে হবে কিছুই নেই
তার পর তোমার ধৈর্য চ্যুতি ঘটলে;গভীর খননে পাবে ধ্বংসাবশেষ।
আর ভারী প্রস্তর খন্ড সরালেই দেখবে বর্ণময় ইতিহাস।
তার পর কাদামাটি নিয়ে অন্ধকার থেকে উঠে এলে
সবাই বলবে তুমি রাখালদাস কিম্বা জন্ মার্শাল।