সাইকেল ছেড়ে দাও তুমি
প্যাডেলে চাপ দিয়ে ঠিক চলে যাব ওধারে
আমাকে কচি খোকা ভাবো বুঝি ?
বাবা, আমি বড় হয়ে গেছি !

স্কুলব্যাগে তুমি কেন হাত দাও শুধু শুধু ?
উল্টেপাল্টে দেখো নোটবুক
পকেটে পাবে না বিড়ির টুকরো, কিংবা প্রেমের চিঠি
আমি কি এখনো এতো ছোট আছি?
বাবা, আমি বড় হয়ে গেছি !

হেলমেট পরা নিয়ে কেন কর এত ঘ্যান ঘ্যান ?
কেন দাও শুধু শুধু জ্ঞান ?
আমাকে আমার জীবন দেখে নিতে দাও
নিজের মতন করে বাঁচি
বাবা,আমি বড় হয়ে গেছি !

বাংলা জানে না বলে তাতে কি যায় আসে ?
আমরা লিভ-ইন করি সুখে
বিয়ের কথা বলে জ্বালিয়ো না মিছি মিছি
বাবা,  আমি বড় হয়ে গেছি !

হাজার হাজার ছেলে রাত জাগে অনায়াসে
ক্লায়েন্ট সামলানো শেষ কথা
এসব ভেবোনা তুমি অযথা
উইকেন্ডে মস্তিতে আছি
বাবা, আমি বড় হয়ে গেছি !

বাবা এখন কি করে যাই বাড়ি ?
এরা যে দিচ্ছে টাকা কাঁড়ি কাঁড়ি
মাসে মাসে যা পাঠাই যদি কম পড়ে বল
আমাকে দেখতে ইচ্ছে হলে
না হয় স্কাইপেই কথা বল !

তোমার শরীর নাকি ঠিক নেই ?
এ তো হবে বয়স বাড়লেই
চিকিৎসার সব ব্যবস্থা আমি করে দেব অনলাইনে
কত কাজ বাকি, কি করে যাই বাড়ি এই সময়ে ?

তুমি আমাকে নিয়ে ভেবো না মিছি মিছি
বাবা,  আমি বড় হয়ে গেছি !

ছোটকাকু খবরটা দিল ফোনে
কেন চলে গেলে এই অসময়ে ?
সবে Promotion হলো শেষ মাসে
ছুটি নেওয়ার উপায় কি এখন আছে?

ছোটকাকু করবে শেষ কাজ
যা লাগবে খরচ পাঠাচ্ছি আজ
কাজ টাজ নিয়ে বড় ব্যস্ত আছি
বাবা, আমি বড় হয়ে গেছি !

সময় গড়িয়ে চলে  ধীরে
আমিও হারিয়ে গেছি জনজোয়ারে
অজস্র মানুষের ভিড়ে তবুও একাকী
চোখ ফেটে জল আসে
মুছে ফেলি চুপিচুপি !

আমাকে নিয়ে  আর কেউ ভাবে না মিছি মিছি
বাবা, আমি বড় হয়ে গেছি  !