আচ্ছা দাদা ভূত দেখেছো সত্যি কোনো দিন  ?
স্কন্ধকাটা, গেছোভূত বেতাল কিংবা জিন ?
আরে ভায়া এইতো সেদিন গত হপ্তার কথা
লকডাউনে হাঁপিয়ে গেছি মেনে নিয়ম প্রথা !
নিশিত রাতে সবাই যখন শুয়ে গভীর ঘুমে
চুপিসাড়ে বেরিয়ে গেছি ইস্টিশনের পানে !
জোৎস্না রাত, গা ছমছম চারদিক শুনশান
হঠাৎ যেন কানে এলো গাইছে কারা গান !
সাহস করে এগিয়ে গেলাম রেললাইনের পাশ
ওরে বাবা বলবো কি ভাই ডজন খানেক লাশ !
ঠ্যাং নেই কার, হাত নেই কার, পেটটা গেছে ফেঁসে
একটা কাটা মুন্ড আবার খিলখিলিয়ে  হাসে !
স্কন্ধকাটা একটা লাশ হাতে পোড়া রুটি
একটা পায়ে পরে আছে ছেঁড়া হাওয়াই  চটি !
এগিয়ে এসে খপাৎকরে ধরলো আমার হাত
খনখনিয়ে বললো আমায় হবে একটু ভাত ?
সাহস করে প্রশ্ন করি তোমরা কারা হুজুর ?
লাশগুলো সব চেঁচিয়ে বলে আমরা দিনমজুর !
এই মরেছে ,এরাই তাঁরা, আজকে যাবে প্রাণ
চক্ষুবুজে নিলাম আমি জয়শ্রীরামের নাম !
বলবো কি ভাই এক নিমেষে হলো সবাই হওয়া
শ্রীশ্রীরামের কৃপায় সেদিন প্রাণটা ফিরে পাওয়া !
জয়শ্রীরামের কৃপায় আমি মন্ত্রী হলাম আজ
ভুত তাড়ানো, ভুত ছাড়ানো ওটাই প্রধান কাজ !
জ্বালায় যদি মামদো ভূত বেতাল কিংবা গেছো
ভয়পেওনা,সোজাসুজি আমার কাছে এসো !
জানি আমি এদের কেমন টাইট দিতে হয়
ভয় পেওনা, ভয় পেওনা, ভয়কে করো জয় !