সূর্যটা আজ নিস্তেজ কেন
বাতাসটা বড়ো ভারী
নীরবতা মোড়া আমার শহরে
করোনা গড়েছে বাড়ি !
রণনীতি সব বিফলে যাচ্ছে
আজকে শত্র‌ু অচেনা
রং তুলি নাও, হৃদয় রাঙাও
বন্ধু, হাতে হাত রেখোনা !
পৃথিবী কাঁদছে বড়ো অসহায়
কফিনে ঢেকেছে ইতালি
তুমি দূরে থাকো, আমি দূরে থাকি
মনে মনে হোক মিতালি !
দাঁতে দাঁত চেপে লড়াই চলছে
জয় আমাদের নিশ্চই
দেখা হবে ঠিক তোমার আমার
করোনার চিতা জ্বললেই !