মৃত্যুর মিছিলে হাঁটে সংগ্রামী লাশ
বেঁচে যেত পেলে এরা একটু বাতাস।  
ছোট বড়ো বেয়ারিশে ভরেগেছে মাঠ
শ্মশানে জায়গা চায়,কেউ চায় কাঠ।  
বাবা লাশ, মা লাশ এসেছে সবাই
গঙ্গায় ভেসে গেছে দুটো লাশ ভাই।  
শ্লোগান দিচ্ছে কিছু তরুণ তরুণী
মরে গিয়ে তবু কেন এতো হয়রানি?
শোকাহত যমরাজ সব শুনে বলে
চিত্রগুপ্ত তুমি দেখো খাতা খুলে।
এ আমার কাজ নয় এমন নিষ্ঠূর
এদের মেরেছে অন্য কোনো ক্রূর।  
চিত্রগুপ্ত বলে, তবে শোনো মহারাজ
মানুষই মেরেছে এদের সেজে যমরাজ।
বানাইনি হাসপাতাল বাড়ায়নি বেড
কোটিকোটি  টাকা নিয়ে ভরিয়েছে পেট।  
তাই এতো হাহাকার গেলো এতো প্রাণ
মানুষ পেলোনা আজ মানুষের সম্মান।


তবুও ফুটবে ফুল রাত হবে ভোর
সূর্য নাড়বে কড়া খুলেদিও দোর।    
সবাই আসিবে ফিরে প্রাণ ভালোবেসে
হয়তো মানুষ নয় মরালের বেশে।