শহর চুপচাপ রাস্তা নিঝুম্
কারও বা ভাত নেই, কারও বা ভাত ঘুম
হাঁটছি তিনদিন রাস্তা অজানা
কেউ কি বলে দেবে গ্রামের ঠিকানা ?
আমরা যাযাবর শ্রমিক শ্রেনী
কেউবা গালি দেয় আজব প্রাণী
পুলিশ তাড়া করে ইহ্যাঁসে ভাগযাও
মোদীজি  টিভিতে  প্রদীপ জ্বালাও !
জ্বালো লন্ঠন জ্বালো মোমবাতি
করোনা পালাবে সব রাতারাতি
আমার ঘরেতে জুটবে কি চাল
মোমবাতি জ্বেলে ঘুচবে আকাল ?
পেটজ্বালা ক্ষিধে মনজুড়ে ভয়
নাই যদি ফিরি, যদি নাই দেখা হয়
বুড়ো বাপ মা ধুঁকছে আশায়
আজ বুঝি ছেলে ফিরবে বাসায়
আর কটা রাত আর কটা দিন
চোখের দৃষ্টি হয়ে আসে ক্ষিন !
রাজপথে জাগে জনকোলাহল
মন্ত্রী চলেছে নিয়ে দলবল
মে দিবস আজ রক্ত গরম
শ্রমিক ভগবান শ্রমিক ধরম !
ছুটেযাই কাছে, যদি হাত ধরে
যদি জোটে ভাত দিয়ে আসে ঘরে
হঠাৎ সজোরে লাঠি পড়ে পিঠে
সাহস তোদের বেড়েছে যে বটে !
করোনা চারদিকে ঘরেবসে থাক
মারবি আমাদের বেজন্মা পাপ !
ক্লান্ত শ্রমিক ধুলোয় লুটায়
গ্রামের সীমানা বুঝি ওই দেখা যায়
কে যেন ধীরে ডাকে কি তোর নাম ?
মাইকে বেজে চলে মে দিনের গান !