মরণের কোলে শুয়ে আছে কিছু
জীবন্ত প্রতিবাদ
ছড়ানো ছিটানো চলচ্চিত্র
নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ।


ওরা জানল না কেন ওরা নেই
কেন কিছু বাড়ি হলো পোড়া
ওদের জন্য দিদি র কবিতা
'অশ্বমেধের ঘোড়া'।


ওদের মৃত্যু পরিবর্তন আনে দুটো
ভোটার লিস্ট আর নতুন রেশন কার্ড  
বুঝল না শুধু অবুঝ বালক  
বাবা ফিরল না কেন আর ।  


ঘাসফুল বলে ও ছিল আমার ভাই
'শহীদ' মানেই কাস্তে হাতুড়ি তারা
লাশ কাটা ঘরে এক দল খোঁজে
হিন্দু না মুসলিম ছিল ওরা ?


ওদের জন্য থাকবে না স্কুল ছুটি
শহীদ দিবস পালন কারবে না কোনো দল
মায়েদের বুকে জমবে গভীর ক্ষত
ডেথ সার্টিফিকেটে বাঁধানো চোখের জল।  ​​