হাতকড়া বাঁধা নিষিদ্ধ প্রেম ভাত ঘুমে ঢুলে চোখ
মেঘের ছাতাতে  আকাশ ঢেকেছে আজ পরকীয়া হোক।
যাযাবর যত অনুভূতি সব শিরা বেয়ে উঠে স্পন্দন
রাত জাগে প্রেমী নিশ্চুপ চাঁদ শুরু হয় মহাসঙ্গম।
সমাজের বাধা হৃদয় মানে না বুঝেও বোঝে না ফাঁদ
সে রাতের কথা জানলো না কেউ সাক্ষী কেবল চাঁদ।
চাঁদের হাসির ধরন দেখেই বুঝল মেঘের দল
বাতাসের কানে উঠল কথাটা বোঝো তার ফলাফল।
হিমালয় তুমি বিচার করবে একি আজ অনাচার
বিবাহিত প্রেমী পরকীয়া প্রেম কালবৈশাখী হাহাকার।
প্রেমিক যুগল ল্যাম্পপোস্টে মুখে অম্লান হাসি
আগুন তাদের পোড়াতে ব্যস্ত বাতাস হয়েছে সাথী।
সমুদ্র শুধু দেখল দাঁড়িয়ে দূর থেকে সবকিছু
বৃষ্টি ও থাকে মুখ লুকিয়ে মেঘ-পাহাড়ের পিছু।
গোলাপ ফুটল ভোরের আলোয় শিশির ভেজা চোখে
তাকিয়ে দেখে  প্রেমিক প্রেমিকা অম্লান হাসি হাসে।
পুড়ে গেছে সব রক্ত মাংস জেগে আছে হাসি নির্মল
যুগ-যুগান্ত পরকীয়া প্রেম অমর প্রেমিক যুগল।