কোথাও কোন ফাঁকি নেই
চেষ্টার ত্রুটি নেই, প্রাপ্তির ও অভাব নেই
অথচ ঘুরে ফিরে সেই শূন্য ।
দীপহীন চৌকাঠের নিস্তব্ধ ভ্রুকুটি
অন্ধকার খোলা মাঠে তুমি এক ক্লান্ত পদাতিক ।
আলো নেই, তাই কোন ছায়া ও নেই
বাতাস নেই, তাই নিজের আর্তনাদ নিজের কানে পৌঁছায় না
রূপ নেই, তাই কল্পনার অতীত
সীমা নেই, তাই মাপ-যোগের ফিতে থাকলেও মূলত তা কার্জহীন
নিজের সত্ত্বার থেকে পলাতক এক স্বল্পায়ু বুদ্বুদ ।
চাপ চাপ শূন্যতা
কঠিন, তরল কিংবা বায়বীয় ও ণয়
তাই মূলত তা সংজ্ঞাহীন
কিংবা সংজ্ঞাহীন এক সংজ্ঞা
শূন্য বিহীন এক শূন্য ।