এই আমি তুলে নিলাম আমার বিবর্ণ পোড়া হাত
তুলে নিলাম আমার অভিশপ্ত অভিলাষ
যা তোমাকে যন্ত্রণার দাবানলে দগ্ধ করেছে অনুক্ষণ।
তুমি চলে গেলে -
সব আলো মুছে গেছে
সব আলো মুছে গেলে
অরন্যপ্রতিম অন্ধকারে জেগে থাকে নিশাচর পাপ
বৃষ্টির দাগের মতো চোখে লেগে থাকে জল
ক্লোরোসিসে হলুদ ফ্যাকাসে।
যদি বলো,
আমি মেনে নিতে পারি দ্বীপান্তর, শানিত বর্শা
অথবা ক্রূর মৃত্যু আদেশ।
তবু জানি আমাদের নষ্ট নীড়
কোন দিন হবে না পল্লবিত
হৃদয় দুয়ারে কেউ জ্বালাবে না দীপাবলি
নিকষ পাহাড় জুড়ে শুধু বিষাদ স্রোতস্বিনী।