বুক ভেঙ্গে যায় বোবা কান্নায়
তোর ঠোঁটে হাসি নিষ্ঠুর
এক বিছানায় পাশাপাশি শুয়ে
হাজার যোজন দূর।
সন্দেহ ভরা রাত জাগা চোখ
আগুনের মতো জ্বলছে
দিন থেকে রাত, রাত থেকে দিন
এমনি করেই চলছে।
বাষ্পের মতো উড়ে চলে গেছে
মেকি ভালবাসা জ্যোৎস্নায়
সুখের ঠিকানা মদের বোতল
মন ভাল নেই সন্ধ্যায়।
উল্কার মত ঝরে পড়ে যায়
আধমরা সব স্বপ্ন
খোলা চুলে তুই আকাশের নিচে
তারা গোনা তেই মগ্ন।
ঘৃণা গুলো যত হোক না আজকে
স্নিগ্ধ রজনীগন্ধা
রাগ দুঃখ গোলাপ ফোটাক
হোক মনোরম সন্ধ্যা।