তন্ন তন্ন করে কাকে খুঁজে বেড়াই দিনরাত
গুমোট বাতাসে কোথায় হারালো সেই
কিশোরীর ছোঁয়া মাখা সুগন্ধি রুমাল।
রাতের আকাশে ধ্রুবতারা, কালপুরুষ সবই চেনা তারা
কোথায় হারালো সেই নীল চোখ
কোন মেঘে ঢাকা আছে আমার কৈশোরের নীল তারাটি।
জীবনের সাথে সাথে স্বপ্নও কঠিন পাথর
মাঝে মাঝে রক্ত ঝরায়।
দ্বায়িত্বের অঙ্গীকার কেড়ে নেয় ভাললাগা, ভালবাসা।
নারী, পুরুষ, কাফের ও ভগবান
চাহিদার সব এক এক নাম।
তার চেয়ে চলো ফিরে যাই অতীত শৈশবে
জর্দার কৌটতে বন্দী ছিল যে ঘাস ফড়িং
সে কি এখনো ডানা ঝাপটায়!