স্মৃতিরা কিছু কিছু কবিতা হয়ে আছে
কিছুবা ভেসে গেছে ঘূর্ণি হওয়ায়
পুরোনো কিছু স্মৃতি পুকুর ঘাটে
বটের ঝুরিতে এখনো দোলখায়।  
সাহসী স্মৃতি মানে নিঝুম দুপুর
সাক্ষী ছিল শুধু একক চিলেকোঠা
হারিয়ে গেছে প্রিয় অচিন দেশে
চোখেতে দিয়েগেছে জলের ফোঁটা।  
দারুন জ্বরে পুড়ে বেঁহুশ শরীর
কপালে জলপটি কোমল হাত
ঘুমপাড়ানি গান শোনাবেনা মা ?
এখন যে আমার মধ্যরাত।  
রাত্রি মানেই স্মৃতিরা সজাগ
হারিয়ে যাওয়া মুখ অভিমানী মন
আমার ঠিকানা খুঁজছে কি কেউ
নিরুদ্দেশের বিজ্ঞাপন ?